Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মহানবীর বিদায় হজ উপলক্ষে ঢাকায় আলোচনা সভা

ইমামা খাতুন

Published: 25 June, 2024, 08:52 PM
মহানবীর বিদায় হজ উপলক্ষে ঢাকায় আলোচনা সভা

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা.) এর বিদায় হজ ও গদীরে খুম দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ব মানবতা ও সংহতি ফাউন্ডেশন এই সভার আয়োজন হয়েছিল।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।  এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই আলীয়া, ঢাকা এর প্রিন্সিপাল প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশিদ।  অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. শাহবুদ্দিন মাশায়েখী রাদ। 

 

অনুষ্ঠানে অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ শাখার প্রশিক্ষণ ও সংস্কৃতি বিভাগের পরিচালক আলী নওয়াজ খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.) এর পর যেহেতু আর কোনো নবী আসবেন না তাই বিদায় হজের ভাষণে আমাদের প্রিয় নবী তার উম্মতদের জন্য বিশেষ দিকনির্দেশনা দিয়ে যান। মহানবী (সা.) তার বিদায় হজের ভাষণে বলেন, তোমরা যতদিন পবিত্র কুরআন ও আমার আহলে বায়েতকে অনুসরণ করবে ততদিন পথভ্রষ্ট হবে না।

 

 

Leave a comment