Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

পবিত্র কাবার নতুন চাবিরক্ষক নিয়োগ

ইমামা খাতুন

Published: 26 June, 2024, 08:31 PM
পবিত্র কাবার নতুন  চাবিরক্ষক নিয়োগ

 

 

মক্কা, ২৬ জুন: পবিত্র কাবাঘরের ৭৮তম চাবিরক্ষক হিসেবে নিয়োগ পেলেন  শায়খ আবদুল ওয়াহাব আল-শাইবি সোমবার তাঁর হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয় ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইনে খবর প্রকাশিত  কাবার ৭৭তম চাবিরক্ষক . শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবির ভাই শায়খ আবদুল ওয়াহাব গত শুক্রবার . শায়খ সালেহ ইন্তেকাল করলে বংশের প্রবীণতম সদস্য হিসেবে শায়খ আবদুল ওয়াহাবকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব দেওয়া হয় সউদি আরবের রাজকীয় আদালত তাঁর নিয়োগ চূড়ান্ত করে চাবি হস্তান্তর অনুষ্ঠানে সউদি আরবের বিশিষ্ট ব্যক্তি অভিজাত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কাবাঘরের চাবির দায়িত্ব পেয়ে শায়খ আবদুল ওয়াহাব তার ওপর রাখা আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পবিত্র কাবাঘরের ঐতিহ্য পবিত্রতা বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি মুসলিমদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ববোধ বজায় রাখারও আহ্বান জানান দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রথম কাজ হল, আগামী মহরমের তারিখ কাবাঘরের নতুন গিলাফ (কিসওয়াহ) গ্রহণ পরিবর্তনের সময় পবিত্র কাবার দরজা খুলে দেওয়া ছাড়া তিনি কাবাঘর ধৌত করার সময় বা অতিথিদের জন্য এই পবিত্র ঘরের দরজা খুলবেন শায়খ আবদুল ওয়াহাব নবী সা. মক্কা বিজয়কাল থেকে ৭৮তম এবং তাঁর পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের যুগ থেকে ১১০তম চাবিরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি বিখ্যাত সাহাবী উসমান ইবনে তালহার (রা.) বংশধর, যাঁর ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, ‘হে তালহার বংশধর! তোমরা চাবি গ্রহণ করো তোমাদের কাছেই তা থাকবে অত্যাচারী ছাড়া আর কেউ তা ছিনিয়ে নেবে নাজাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি বহনের মর্যাদাপূর্ণ দায়িত্বটি ছিল শায়বা গোত্রের কাছে মুসলিমদের বিজয়ের পর এই দায়িত্ব শায়বা গোত্রের কাছে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয় তবে মক্কা বিজয় করে সব সন্দেহ দূর করেন রাসুলুল্লাহ (সা.) অবশেষে সেই গোত্রেরই হযরত উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাঁকে সম্মানিত করেন এরপর থেকে তাঁর বংশধরেরাই ওই চাবি সংরক্ষণ করে আসছেন

 

 

 

Leave a comment