Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নির্বাচনে হারবে সুনাকের দল! জনমত সমীক্ষা

ইমামা খাতুন

Published: 21 June, 2024, 07:48 PM
নির্বাচনে হারবে সুনাকের দল! জনমত সমীক্ষা

 

লন্ডন, ২১ জুন: আগামী জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে তিনটি জনমত সমীক্ষায় একই রকম পূর্বাভাস মিলেছে জনমতের পূর্বাভাস অনুযায়ী, দেশটির বর্তমান বিরোধী দল লেবার পার্টি খুব সহজেই বিশাল সংখ্যাগরিষ্ঠতা পাবে ইউগভ নামক সংস্থার সমীক্ষায় বলা হয়, কেইর স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে ৪২৫ আসন সহজেই পেতে চলেছে এটা লেবার পার্টির ইতিহাসে সর্বোচ্চ আসন পাওয়ার ঘটনা হবে সাভান্তার সমীক্ষা অনুযায়ী, লেবার পার্টি ৫১৬ আসন পেতে পারে মোর ইন কমনের সমীক্ষায় দেখা গেছে, লেবার পার্টি ৪০৬ আসন পেতে পারে সাভান্তার সমীক্ষা অনুযায়ী, এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি মাত্র ৫৩ আসন পাবে অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটসরা পাবে ৫০ আসন ইউগভের সমীক্ষা অনুযায়ী, কনজারভেটিভ পার্টি ১০৮টি আসন পেতে পারে আর লিবারেল ডেমোক্র্যাটসরা ৬৭টি আসন পেতে পারে মোর ইন কমনের জরিপ অনুযায়ী, কনজারভেটিভ ১৫৫ লিবারেল ডেমোক্র্যাটসরা ৪৯ আসন পেতে পারে সমীক্ষার তথ্যাযায়ী, ১৪ বছর কনজারভেটিভ পার্টির সরকার থাকার পর ব্রিটেনে এবার লেবার দল জয়ী হবে  অধিকাংশ জনমত সমীক্ষাতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তুলনায় কেইর স্টারমারের লেবার  পার্টিকে ২০ শতাংশ পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ের অন্য সমীক্ষাগুলিতেও সুনাকের দলের করুণ চিত্র উঠে এসেছে

 

 

Leave a comment