Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

টাইফুনের প্রভাবে ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামের বহু মানুষের মৃত্যু, জাহাজডুবি

Kibria Ansary

Published: 25 July, 2024, 08:39 PM
টাইফুনের প্রভাবে ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামের বহু মানুষের মৃত্যু, জাহাজডুবি

পুবের কলম, ওয়েবডেস্ক: এশিয়ার বেশ কয়েকটি দেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন গায়েমি। বুধবার আঘাত হানা এই টাইফুনের প্রভাবে ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামের বহু মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেই ঘটেছে পণ্যবাহী একটি জাহাজডুবির ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ান উপকূলে টাইফুন গায়েমির তাণ্ডবের সময় তানজানিয়ার পতাকাবাহী জাহাজটি দ্বীপরাষ্ট্রটির দক্ষিণের বন্দর নগর কাওশিউং থেকে দূরে সমুদ্রে অবস্থান করছিল। ফুশান নামের পণ্যবাহী জাহাজটির ৯ ক্রুর সবাই মিয়ানমারের নাগরিক।

এদিকে গায়েমির প্রভাবে তাইওয়ানের প্রতিবেশী দেশ ফিলিপিন্সে ভারি বৃষ্টি হয়েছে। সেখানে তেলবাহী একটি ট্যাংকার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্যাংকারটিতে প্রায় ১৫ লাখ লিটার জ্বালানি তেল ছিল। ফিলিপিন্সের পতাকাবাহী ওই ট্যাংকারের ১৬ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রক।

স্থানীয় সময় বুধবার মধ্যরাতে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে টাইফুন গায়েমি। ঘূর্ণিঝড়ে সেখানে তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তার আগে গায়েমির তাণ্ডবে ফিলিপিন্সে আটজনের মৃত্যু হয়। তাইওয়ানে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি চিনের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Due to the impact of the typhoon the death of many people in the Philippines Taiwan and Vietnam shipwreck

Leave a comment