Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

মন্দির ভাঙা নিয়ে কি বললেন বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের সভাপতি আইনজীবী  গোবিন্দ প্রামাণিক?

Bipasha Chakraborty

Published: 07 August, 2024, 01:47 PM
মন্দির ভাঙা নিয়ে কি বললেন বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের সভাপতি আইনজীবী  গোবিন্দ প্রামাণিক?

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ''সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু সোমবার বিকেলেই বিএনপি এবং জামাতের নেতারা হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট বা অগ্নিসংযোগের ঘটনা যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেওয়া হয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। আর সেই মতোই কাজ করে গেছে নেতা-নেত্রী সহ যুবসমাজ। সেই অর্থে কোনও মন্দিরে বৃহত্তর হামলার ঘটনা ঘটেনি। 

তবে কিছু আওয়ামি লিগের হিন্দু নেতারা আছে যারা সময় পরিস্থিতির মুখে পড়ে উস্কানিমূলক কাজ করেছিল। তাদের বাড়িতে হামলা হয়েছে। তবে শুধু হিন্দু নয়,  মুসলিম আওয়ামি লিগের নেতাদের বাড়িতেও হামলা এবং লুটপাট হয়েছে।  

কিন্তু ভারতের রিপাবলিক নিউজ চ্যানেল বিক্ষিপ্ত এই ঘটনাগুলি নিয়ে ব্যাপক ‘প্রপাগ্যান্ডা’ ছড়াচ্ছে, উদ্ভট উদ্ভট কথা বলছে।  মঙ্গলবার দেখলাম শেখ  হাসিনা’কে নিয়ে তারা কাহিনি তৈরি করছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে। 

স্ট্যাচু ভাঙা নিয়ে এমন করছে যেন দুঃখের সাগরে ভাসছে। আমার সাংবাদিক বন্ধুদের বলেছি আপনাদের যদি  শেখ হাসিনা’কে নিয়ে এত কান্না-এত কষ্ট থাকে, শেখ হাসিনা ভারতে গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা সেই কুর্সিতে বসিয়ে দিন। তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করুন। 

তখন উনি ভারতও রক্ষা করতে পারবে আর তার সঙ্গে আপনাদের সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। উনি এখন ভারতে, আপনাদের কাছে ভালো সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করে দিন।"

Leave a comment