Mon, October 7, 2024

ই-পেপার দেখুন

বসনিয়ায় বন্যায় ২১ জনের মৃত্যু

ইমামা খাতুন

Published: 06 October, 2024, 06:57 PM
বসনিয়ায় বন্যায় ২১ জনের মৃত্যু


সারাজেভো, ৬ অক্টোবর: 
বসনিয়া-হার্জেগোভিনার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্যোগে দেশটির বিভিন্ন শহর ও গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক জায়গায় ঘর-বাড়ি ডুবে গেছে। 


সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে জাব্লানিকা শহরের আশপাশের এলাকায়। শহরটি মোস্তার ও রাজধানী সারাজেভোর মধ্যে প্রধান সড়কের পাশে অবস্থিত। সেখানে বন্যায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।


 এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দেশটির উন্নয়নমন্ত্রী ভোজিন মিয়াতোভিচ এই দুর্যোগকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন ও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। 


রাতভর চলা বৃষ্টির পর বসনিয়ার নদীগুলোর পানি উপচে এই বিপর্যয় সৃষ্টি হয়। আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, অনেক শহর ও গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে।


 বন্যায় রাস্তাঘাট, সেতু ও রেললাইন ধসে পড়েছে বা মাটি চাপা পড়েছে। ভূমিধসে ঘরবাড়ি মাটির নিচে চলে গেছে, কিছু বাড়ির ওপরের অংশ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছে।


 এ দুর্যোগ শুধু বসনিয়াতেই সীমাবদ্ধ নেই। প্রতিবেশী মন্টিনিগ্রোতেও রাস্তা ধসে কোমারনিকা নামে একটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রোয়েশিয়াতেও বিভিন্ন নদীতে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে।


 জাগরেব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্লোভাক শহরের কুপা নদীর আশপাশের এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বসনিয়ায় বন্যা ও প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করেছে ইরান।

 

 

Leave a comment