Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

নেতানিয়াহুকে হত্যাচেষ্টায় গ্রেফতার ১

ইমামা খাতুন

Published: 20 September, 2024, 09:03 PM
নেতানিয়াহুকে হত্যাচেষ্টায় গ্রেফতার ১


তেল আবিব, ২০ সেপ্টেম্বর: জিম্মি মুক্তির চুক্তি সই ও গাজায় যুদ্ধবিরতি জারিতে ব্যর্থতার কারণে দেশে তার বিরুদ্ধে তীব্র হচ্ছিল জনরোষ। ইসরাইলের বিভিন্ন শহরে এখনও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরইমধ্যে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেন এক ইসরাইলি নাগরিক। তবে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার করা  ব্যক্তিকে ইরানের এজেন্ট হিসেবে বলে দাবি করেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা। ইসরাইলি গোয়েন্দাদের দাবি, ইসরাইলের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজনকে হত্যার পরিকল্পনায় ওই ব্যক্তিকে নিয়োগ করেছিল ইরানের গোয়েন্দারা। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকেও টার্গেট করা হয়েছিল। লেবাননে নজিরবিহীন পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের পর এই অভিযোগ প্রকাশ করল ইসরাইল। পুলিশ সূত্রে খবর, ইসরাইলে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত।  ইসরাইলের দাবি, রাষ্ট্রের বহু গোপন তথ্য ইরানের কাছে পাচার করেছে সে। তবে অভিযুক্তের নাম, পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।


 

 

Leave a comment