Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে নিউইয়র্ক

ইমামা খাতুন

Published: 02 September, 2024, 07:05 PM
অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে নিউইয়র্ক

 নিউ ইয়র্ক, ২ সেপ্টেম্বর: আমেরিকার নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটস এলাকার রাস্তাগুলো এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পথে-ঘাটে যৌনকর্মীরা খোলামেলা ব্যবসা করছেবিভিন্ন স্থানে চোর ও ছিনতাইকারীরা অবাধে চালাচ্ছে লুঠপাটগত ৫ মাসে সেখানকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। কুইন্সের ৯১ স্ট্রিটের রুজভেল্ট অ্যাভিনিউতে যৌনকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে খোলামেলা ব্যবসা করছে।  স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাটিতে যৌনকর্মীদের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছেনিউইয়র্ক পোস্ট বলছে, স্থানীয় চোরের দল এখন এতটাই দুঃসাহসী হয়ে উঠেছে যে, তারা চুরি করে ধরা পড়লে দোকানদারদের প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে  স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা জানান, ‘চুরি করলে চোরেরা এখন বলে, আপনি সমস্যায় পড়বেন বা আমরা ফিরে আসছি এবং আপনাকে দেখে নেব।’ রুজভেল্ট অ্যাভিনিউতে অবস্থিত ব্রাভো সুপারমার্কেটের ম্যানেজার জেসুস ডিয়াজ বলেন, ‘এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছেআগে যখন আমরা চোর ধরতাম, তারা বলত দুঃখিত আমি আর কখনও চুরি করব নাকিন্তু এখন তারা রেগে যায় এবং আমাদের ওপর হামলা চালাতে চায়আমরা পুলিশকে ফোন করে বলি আমরা চোর ধরেছি, কিন্তু পুলিশ আসতে চায় না, তারা চোরদের গ্রেফাতর করতে চায় না।’ এদিকে, ‘মার্কেট অফ সুইটহার্টনামে পরিচিত নিউ ইয়র্কের বাজারটি এখন আরও বিকশিত হয়েছে এবং রাস্তাজুড়ে দ্বিগুণ যৌনকর্মী দেখা যাচ্ছেএক গয়নার দোকানদার বলেন, ‘অনেক নারী আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকেনআমি শুধু তাদের বলি, সরাসরি সামনে না দাঁড়াতে। এখন খুব খারাপ অবস্থা।’ রুজভেল্ট অ্যাভিনিউয়ের দোকানদাররা অভিযোগ করেন, ‘চুরি যাওয়া পণ্যগুলো ফুটপাতে ডিসকাউন্টে বিক্রি হচ্ছেপাওয়ার টুল থেকে শুরু করে মাউথওয়াশ পর্যন্ত সবকিছুই চুরি করে ফুটপাতে বিক্রি হচ্ছে, আর দোকানদাররা তাদের কিছুই বলতে পারছেন না।’

 

Leave a comment