Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

গাজায় গণহত্যা জারি, ৪০ ফিলিস্তিনিকে হত্যা

ইমামা খাতুন

Published: 20 September, 2024, 08:49 PM
গাজায় গণহত্যা জারি,  ৪০ ফিলিস্তিনিকে হত্যা


গাজা, ২০ সেপ্টেম্বর: গাজায় থামছে না ইসরাইলি হামলা প্রতিদিনই চলছে গণহত্যা রক্ত ঝরছে মজলুম ফিলিস্তিনিদের বৃহস্পতিবার ইসরাইলি বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন নিয়ে গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪১ হাজার ৩০০ গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরাইলি ড্রোন হামলার পর দুজনের মরদেহ উদ্ধার করা হয় ছাড়া উত্তর গাজার জাবালিয়া শহরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরাইলি যুদ্ধবিমান আজাম পরিবারের একটি বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় ভেতরে হতাহতের ঘটনা ঘটে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আহতদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন একটি ভিডিয়োয় দেখা গেছে, পশ্চিম তীরের কাবাতিয়াতে ইসরাইলি সৈন্যরা একটি ছাদ থেকে ফিলিস্তিনিদের মরদেহ ঠেলে ফেলছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইলের নৃশংস আক্রমণ অব্যাহত রয়েছে

 

Leave a comment