Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায়, বিশ্বে প্রথম রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড প্রতিস্থাপন সোদি আরবে

Kibria Ansary

Published: 14 September, 2024, 08:46 PM
চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায়, বিশ্বে প্রথম রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড প্রতিস্থাপন সোদি আরবে

পুবের কলম, ওয়েবডেস্কঃ সফলভাবে বিশ্বের প্রথম রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করল সোদি আরব। ১৬ বছর বয়সি এক কিশোরের শরীরে করা এই আধুনিক অস্ত্রোপচারের জন্য কিশোরের বুক কাটার প্রয়োজন হয়নি। ছোট ছিদ্র করে আড়াই ঘণ্টায় জটিল এই অপারেশন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত ১৬ বছর বয়সি এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন করা হয়েছে। রোবোটিক টেকনোলোজির সহায়তায় বুক না কেটে কেবল ৬ থেকে ৭ সেন্টিমিটারের একটি ছিদ্র করেই এই অস্ত্রোপচার করা হয়েছে। আর এতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। এই পদ্ধতিতে কম থাকবে অস্ত্রোপচারের পরের সম্ভাব্য জটিলতা। এছাড়া, রোগী তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবে এই রোবোটিক হৃদপিণ্ড প্রতিস্থাপনে।

 

এমন ঘটনা সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। অত্যাধুনিক হৃৎপিণ্ড প্রতিস্থাপনের এ ঘটনা চিকিৎসা বিজ্ঞানে নতুন এক অধ্যায় যোগ করল।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

New chapter in medical science Saudi Arab world's first robotic heart transplant

Leave a comment