Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী, তৃতীয়বার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে নিকোলাস মাদুরো

Kibria Ansary

Published: 29 July, 2024, 06:30 PM
৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী, তৃতীয়বার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে নিকোলাস মাদুরো

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃতীয়বার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। ৮০ শতাংশ ভোট গণনার সম্পূর্ণ হয়েছে, তাতেই এককভাবে এগিয়ে রয়েছেন মাদুরো। সোমবার আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, ঘোষিত ফলাফলে দেখা গেছে, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এডমান্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করা হবে জানিয়েছে দলগুলো। যদিও সিএনই প্রধান এলভিস আমোরোসো নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য সবপক্ষকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "ভোট শেষে আমরা প্রত্যাশা করছি প্রতিটি ভোট ন্যায্য ও স্বচ্ছভাবে গণনা হবে। আমরা নির্বাচন কর্তৃপক্ষকে আহ্বান জানাই তারা যেন বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।"

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

winner with 51 percent of the vote Nicolás Maduro third term as president of Venezuela

Leave a comment