Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

গাজা স্ট্রিপে ৮ ইসরাইলি সেনা নিহতের ঘটনায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর

Bipasha Chakraborty

Published: 18 June, 2024, 02:26 PM
গাজা স্ট্রিপে ৮ ইসরাইলি সেনা নিহতের ঘটনায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: এক দিনে আট ইসরাইলি সৈন্য নিহত ঘটনায় ফের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ইহুদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবারের হামাসের ওই আক্রমণটি ইসরাইলের জন্য বড়সড় ক্ষতি বলেই মনে করছেন তিনি। শনিবার সকালে রাফায় এই ঘটনা ঘটে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আটজন সৈন্যবাহী একটি কমব্যাট ইঞ্জিনিয়ার গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ওই গাড়ির কেউ প্রাণে রক্ষা পায়নি।
হামাস অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করেছে কিনা তাও ইসরাইলিরা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক খবরে মনে হচ্ছে যে গাড়িটির নিচে বিস্ফোরক ছিল কিংবা সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল। সম্ভবত কোনও হামাস যোদ্ধা তা করেছিল।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী বলছে, এটা ছিল একটি হামলা। আর হামাসও নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা ওই হামলা চালিয়েছে।
জানুয়ারির পর এটি ছিল ইসরাইলি বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা। জানুয়ারিতে গাজায় এক দিনে ২১ ইসরাইলি সৈন্য নিহত হয়েছিল। হামাসের হামলায় দুটি ভবনে অবস্থানরত ওই ইসরাইলি সৈন্যরা নিহত হয়।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে ভয়াবহ ক্ষতি সত্ত্বেও লক্ষ্যে না পৌঁছনো মাত্র তারা যুদ্ধ চালিয়ে যাবেন। 
উল্লেখ্য, প্রায় ৯ মাস ধরে যুদ্ধ অব্যাহত। গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল যুদ্ধ। প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকারের রক্তচক্ষু। 

 

Leave a comment