Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

‘ভবিষ্যতের মহামারির’ ভ্যাকসিন তৈরি চিনে!

ইমামা খাতুন

Published: 13 September, 2024, 08:18 PM
‘ভবিষ্যতের মহামারির’  ভ্যাকসিন তৈরি চিনে!


 

বেজিং, ১৩ সেপ্টেম্বর: করোনা মহামারির সময় বিতর্কে জড়িয়ে গিয়েছিল চিনের উহান প্রদেশের একটি ল্যাব আমেরিকা দাবি করেছিল, উহানের ল্যাব থেকেই ছাড়া হয়েছে করোনাভাইরাস এবার সেই ল্যাবেই বানানো হল ভবিষ্যতের মহামারিরভ্যাকসিন  ভবিষ্যতে যেসব মহামারির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব মহামারির টিকা বানিয়ে ফেলার দাবি করল উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি এটি আসলে একটি ন্যানোভ্যাকসিন, যা করোনার বংশধরদের বিরুদ্ধে কাজ করবে ছাড়া এই টিকা ভবিষ্যতে ধরনের মহামারির বিরুদ্ধেও কাজ করবে বলে জানানা হয়েছে চিনা বিজ্ঞানীরা দাবি করছেন, এখন যেসব টিকা বাজারে রয়েছে সেগুলো করোনাকে রুখতে পেরেছে এমনকি কমিয়েছে মৃত্যু তবে, ভবিষ্যতের জন্য এসব টিকা পুরোপুরি কার্যকর নাও হতে পারে কারণে নতুন টিকা বানিয়েছেন তারা এরই মধ্যে করোনার ডেলটা, ওমিক্রনসহ বিভিন্ন ধরনে ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দারুণ কার্যকারিতা দেখিয়েছে চিনের তৈরি ভ্যাকসিন এরই মধ্যে ইঁদুরের ওপর এই ন্যানোভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছেন চিনা বিজ্ঞানীরা দেওয়া হয়েছিল বুস্টার ডোজও এরপর ইঁদুরের দেহে কার্যকর অ্যান্টিবডি তৈরি হয়

 

  

 

Leave a comment