Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নবী সা.র নামে স্মার্ট হাসপাতাল ইরানে

ইমামা খাতুন

Published: 10 September, 2024, 08:18 PM
নবী সা.র নামে স্মার্ট   হাসপাতাল ইরানে

শিরাজ, ১০ সেপ্টেম্বর: চিকিৎসাখাতে লাগাতার অগ্রগতি করে চলেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার জন্য পশ্চিম এশিয়ায় ইরান সুনাম অর্জন করেছে। এবার মাওলিদ বা ঈদে মিলাদিুন্নবীর প্রাক্কালে ইরানে নির্মিত হতে চলেছে নবী মুহম্মদ সা.র নামে একটি বিশেষ স্মার্ট হাসপাতাল। বলা হচ্ছে, নির্মাণকাজ শেষ হলে এটি হবে পশ্চিম এশিয়ার বৃহত্তম স্মার্ট হাসপাতাল। জানা যায়, ফার্স প্রদেশে তৈরি করা হবে হাপাতালটি। ইরান সরকারের অনুমোদন এবং অর্থনৈতিক পরিষদের অনুমোদন পাওয়ার পরই মুহম্মদ রাসুলুল্লাহ (সা.) নামের ওই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবেফার্স প্রদেশের গভর্নর মোহাম্মদ হাদি ইমানিয়েহ গত শনিবার তেহরান সফরের অবকাশে বলেন,  ১,৪০০ শয্যাবিশিষ্ট এই স্মার্ট হাসপাতাল নির্মাণের জন্য অর্থ অনুমোদন করাতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তিনি আলোচনা করেছেন। এখন অর্থনৈতিক পরিষদের অনুমোদন পেলেই পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় স্মার্ট হাসপাতালটি তৈরি হবে ইরানে। সাম্প্রতিক বছরগুলোতে, ইরানিদের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে হযরত মাহদি (.) হাসপাতালসহ বেশ কয়েকটি সুপার-স্মার্ট হাসপাতাল তৈরি করেছে ইরান সরকারবর্তমানে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, আর্মেনিয়া, তাজিকিস্তান, ওমান ও বাহরাইনসহ পারস্য উপসাগরের দক্ষিণ সীমান্তের দেশগুলোর নাগরিকরা স্বাস্থ্য পর্যটনের জন্য ইরানকে অগ্রাধিকার দিচ্ছেন। কারণ, ইরানে চিকিৎসার মান ও পরিষেবা ইউরোপের অনেক দেশের তুলনায় ভালো।

 

 

Leave a comment