Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হানিয়াকে হত্যায় এজেন্ট ভাড়া করেছিল মোসাদ!

Bipasha Chakraborty

Published: 03 August, 2024, 08:40 PM
হানিয়াকে হত্যায় এজেন্ট ভাড়া করেছিল মোসাদ!

 

তেল আবিব, ৩ আগস্ট: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে কয়েকজন ইরানি এজেন্টকে ভাড়া করেছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ। হানিয়া যে বাসভবনে হত্যার শিকার হন, সেই ভবনেই ২ মাসে আগে বোমা পেতে রেখেছিল তারা।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন মারা যান, তখন হানিয়া তাঁর জানাযায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন। সেই সময়ই নাকি হানিয়াকে প্রথম হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

তবে রাইসির জানাযায় লোকসমাগমের কারণে মোসাদের গুপ্তচররা তখন ব্যর্থ হয়। ইরানের দুই কর্মকর্তার দাবি, প্রথম সুযোগ হাতছাড়া হওয়ায় দ্বিতীয়বার হানিয়ার তেহরানে আসার অপেক্ষা করছিল মোসাদ। এরপরই ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়। তেহরানে হানিয়া কোথায় অবস্থান করতে পারেন, সেই অনুমানের ওপর নির্ভর করেই তিনটি কামরায় মোসাদের এজেন্টরা বোমা ইনস্টল করেছিল।  

ইসমাইল হানিয়া যে ভবনে ছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে একাধিক কর্মকর্তা বলেন, বোমা রাখার জন্য মোসাদের এজেন্টরা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বেশ কয়েকটি কামরায় প্রবেশ করে। এ সময় তারা তাদের পরিচয় লুকিয়ে রাখে। ওই কর্মকর্তারা আরও জানিয়েছেন, বোমা লুকিয়ে রাখার পর মোসাদ এজেন্টরা ইরান ছেড়ে চলে যায়। তবে তাদের মধ্যে কয়েকজন থেকে যায় ইরানে। তাদের মধ্যেই কেউ হানিয়ার বাসভবনের বাইরে থেকে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিশ্লেষকরা। 
 

Leave a comment