Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক  যুদ্ধের হুঁশিয়ারি ইসরাইলের

ইমামা খাতুন

Published: 19 June, 2024, 08:48 PM
হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক  যুদ্ধের হুঁশিয়ারি ইসরাইলের

 

 


তেল আবিব, ১৯ জুন: ইসরাইল-লেবানন সীমান্তে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরাইলি বাহিনীর সংঘর্ষের মাত্রা বেড়েছে। যুদ্ধ নিয়ে উভয় পক্ষই একে-অপরকে হুমকি দিচ্ছে। ইসরাইলের হাইফা শহরে হিজবুল্লাহর ড্রোনে তোলা এক ফুটেজ প্রকাশের পরই সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি বিদেশমন্ত্রী ইসরায়েল কাটজ।

হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শীঘ্রই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে। উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও এতে কোনও প্রভাব ফেলবে না।’ লেবাননের দক্ষিণ সীমান্তে সংঘর্ষ বৃদ্ধির পর উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইনকে লেবাননে পাঠানো হয়েছিল। এরপর ড্রোন ফুটেজ প্রকাশের মাধ্যমে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলার ইঙ্গিত দেয় হিজবুল্লাহ।

এক্সে করা একটি পোস্টে কাটজ বলেছেন, ‘এই খেলায় হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছি আমরা।’  ইসরাইলি বিদেশমন্ত্রী আরও বলেন, ‘একটি সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস ও লেবাননকে নাস্তানাবুদ করা হবে।’ এদিকে, হিজবুল্লাহ বলেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি না হলে হামলা বন্ধ করবে না তারা।

প্রসঙ্গত, গত আট মাস ধরে ইসরাইলে হামলা করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলায় প্রতিদিনই ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরাইলের। এদিকে, লেবানন সীমান্তের এই সংঘাত একটি আলোচনার মাধ্যমে বন্ধ করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
 

Leave a comment