Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ইসরাইলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর ঝগড়া

ইমামা খাতুন

Published: 01 September, 2024, 09:00 PM
ইসরাইলি প্রধানমন্ত্রী ও   প্রতিরক্ষামন্ত্রীর ঝগড়া

তেল আবিব, ১ সেপ্টেম্বর: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের উদ্ধার করা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দেশটির নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ ঘটনা ঘটে। কোনও চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরাইলি সেনারা সরে যাবেন কি না, এমন প্রশ্নে বচসা হয় নেতানিয়াহু ও গ্যালান্টের।

১৪ কিলোমিটার দীর্ঘ এই করিডর গাজা-মিশর সীমান্তে অবস্থিত। বর্তমানে ফিলাডেলফি করিডর ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডরে ইসরাইলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে বিবাদ রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরাইলি সেনাদের সরিয়ে নিতে হবে।


বিভিন্ন সূত্রে জানা গেছে, বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডরে ইসরাইলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট বলেন, এতে হামাস একমত হবে না। ফলে তারা কোনও যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জেরে জিম্মিদেরও ইসরাইলে ফিরিয়ে যাবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্যবিনিময় চলে। একপর্যায়ে গ্যালান্ট বলেন, ‘প্রধানমন্ত্রীই যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তাই তিনিই সব জিম্মিদের হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। ৩০টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’


Leave a comment