Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ট্রাম্প একজন যৌন হেনস্থাকারী: কমলা

ইমামা খাতুন

Published: 29 July, 2024, 08:48 PM
ট্রাম্প একজন যৌন হেনস্থাকারী: কমলা

ওয়াশিংটন, ২৯ জুলাই: আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা জারি। ডেমোক্র্যাট দল থেকে এখনও কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা না করা হলেও ধরে নেওয়া হচ্ছে যে, তিনিই মনোনয়ন পাবেন। নির্বাচনী প্রচারণায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বাইডেন সরে দাঁড়ানোর মাত্র এক সপ্তাহের মধ্যেই নির্বাচনী তহবিলে জমা করেছেন তিন গুণেরও বেশি অর্থ। গত ৭ দিনে তিনি যে কয়েকটি প্রচারসভা করেছেন, তার প্রতিটাতেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। গত শনিবারের সভায় বলেন, ‘আমি একজন আইনজীবী। তাই ধর্ষণ ও যৌন হেনস্থার সংজ্ঞা জানি। আমি হলফ করে বলতে পারি, ট্রাম্প একজন যৌন হেনস্থাকারী।’ রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীকে চ্যালেঞ্জ করে কমলা বলেন, ‘আশা করি ট্রাম্প সাহস করে আমার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। তা হলে সরাসরি তাকে এ বিষয়ে প্রশ্ন করব।’ এর মধ্যেই হ্যারিস-ট্রাম্পের একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু ট্রাম্প সেই বিতর্কে অংশ নিতে অস্বীকার করেন। এ দিকে, নির্বাচন নিয়ে নানা ধরনের ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছেন আমেরিকান জ্যোতিষী অ্যামি ট্রিপ। প্রথমে তিনি বলেছিলেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন ২১ জুলাই। ঠিক সে দিনই এই মর্মে ঘোষণা করেন বাইডেন। এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে যাওয়ার পরে অ্যামির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল কী হচ্ছে, তা অ্যামিকে জিজ্ঞাসা করায় তিনি দাবি করেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে আততায়ীর হামলার মতো কোনও বিপজ্জনক ঘটনার ফের সম্মুখীন হতে পারেন তিনি, এমন ‘সতর্কবার্তা’ও দিয়েছেন অ্যামি। 

Leave a comment