Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ইরানে একদিনে ২৯ জনের ফাঁসি

ইমামা খাতুন

Published: 09 August, 2024, 07:54 PM
ইরানে একদিনে  ২৯ জনের ফাঁসি

তেহরান, ৯ আগস্ট: ইরানে এক দিনে ২৯ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গত বুধবার এই ফাঁসি কার্যকর করা হয়। দেশটির অধিকারকর্মীরা জানিয়েছে, এর মধ্যে তেহরানের বাইরে কারাজ সিটি কারাগারেই ২৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। ইরানে নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক আইন রয়েছে। এ আইন লঙ্ঘনের অভিযোগে ইরানি মাহসা আমিনিকে (২২) গ্রেফতার করা হয়। কারাবন্দি থাকা অবস্থায় ২০২২ সালে আমিনি মারা যান। এ ঘটনায় দেশটিতে পশ্চিমাদের উসকানিতে বিক্ষোভ শুরু হয়। এ সময় বহু বিক্ষোভকারী আটক হন। মনে করা হচ্ছে, ওই সরকার-বিরোধী বিক্ষোভের সময় যাদের আটক করেছিল তাদেরই ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া খুন, মাদক ও ধর্ষণের অভিযোগেও কয়েকজনের সর্বোচ্চ শাস্তি হয়েছে।

Leave a comment