Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকা যাচ্ছে রাষ্ট্রসংঘের দল

ইমামা খাতুন

Published: 16 August, 2024, 07:49 PM
মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকা যাচ্ছে রাষ্ট্রসংঘের দল

ঢাকা, ১৬ আগস্ট: কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘন তদন্তে আগামী সপ্তাহে ঢাকা সফরে যাবে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ দল সফলভাবে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রেস ব্রিফিংয়ে কথা জানান রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক ফারহানের কাছে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের প্রাক্তন স্বৈরশাসক শেখ হাসিনা দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার পর যেসব নৃশংসতা হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা রাষ্ট্রসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বিষয়ে রাষ্ট্রসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি? জবাবে ফারহান হক বলে, ‘এই গ্রুপের কাজ সম্পর্কে আমাকে জানতে হবে এই পর্যায়ে তাদের বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই পরে তিনি বলেন, জবাবদিহিতা ইস্যুসহ অন্তর্বর্তী সরকার এবং ক্ষমতা হস্তান্তরে আমাদের অফিস কি সহায়তা করতে পারে তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে হাই কমিশনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর . মুহাম্মদ ইউনূসের মধ্যে আগামী সপ্তাহে ঢাকা সফরে যাবে একটি টিম তারা মানবাধিকার লঙ্ঘনের তদন্তসহ আরও নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা করবে

 

Leave a comment