Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

কোণঠাসা জান্তা, চাইছে আলোচনা

ইমামা খাতুন

Published: 27 September, 2024, 08:48 PM
কোণঠাসা জান্তা,  চাইছে আলোচনা


 

নেপিদো, ২৭ সেপ্টেম্বর: মায়ানমারের সামরিক সরকারের নেতারা স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র নামিয়ে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মায়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলি গত বছরের অক্টোবর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে সময়ের সঙ্গে মায়ানমারের অনেক অঞ্চলই জান্তার থেকে ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা এতে বেশ চাপে পড়েছে জান্তা সরকার অবস্থায় বিদ্রোহী গোষ্ঠীগুলিকে অস্ত্র ছেড়ে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছে সামরিক সরকারের নেতারা সামরিক রাজ্য প্রশাসন কাউন্সিলের (এসএসি) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র সংগঠনগুলিকে দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করার আমন্ত্রণ জানানো হল যাতে তারা সশস্ত্র সন্ত্রাসী পথ ত্যাগ করে টেকসই শান্তি উন্নয়নের ওপর জোর দিতে জনগণের সঙ্গে হাত মেলাতে সক্ষম হয় তবে জান্তা সরকারের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যের সরকার এই সরকার মূলত ২০২১ সালে যে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল তাদের জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত এনইউজির মুখপাত্র নেই ফোন লাট বলেছেন, এটা বিবেচনারই বিষয় নয় এদিকে, বিশ্বজুড়ে রাজনৈতিক বন্দিদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জান্তা বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর অন্তত হাজার ৭০৬ জনকে হত্যা করেছে, আর হাজার জনকে বন্দি করেছে জান্তা বাহিনী সম্প্রতিনির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা জান্তা বাহিনী দেশটিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে মূলত নির্বাচন আয়োজনের অংশ হিসেবেই বিরোধীদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে জান্তা সরকার জানিয়েছে, আগামী অক্টোবর থেকে দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে, যাতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়

Leave a comment