Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

রাষ্ট্রসংঘে থাকার যোগ্য নয় ইসরাইল: মাহমুদ আব্বাস

ইমামা খাতুন

Published: 27 September, 2024, 08:16 PM
রাষ্ট্রসংঘে থাকার যোগ্য নয়   ইসরাইল: মাহমুদ আব্বাস

নিউ ইয়র্ক, ২৭ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেন, দ্বি-রাষ্ট্র সমাধানে রাজি হয়নি ইসরাইল এবং উদ্বাস্তু ফিলিস্তিনিদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ারও অনুমতি দেয়নি তারা আব্বাসের কথায়, ‘রাষ্ট্রসংঘের প্রস্তাব মেনে চলে না তেল আবিব, কারণে এই আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়ারও যোগ্য নয় তারা আমরা বিষয়ে সাধারণ পরিষদে একটি আবেদন জানাবএরই পাশাপাশি পশ্চিম তীর গাজায় সংঘাত থামাতে ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধে করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় মাহমুদ আব্বাস বলেছেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে ইসরাইলকে কূটনৈতিক আচ্ছাদন দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে চলেছে সেখানে মৃতের সংখ্যা দ্রুত হারে বাড়ার পরও যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন সহায়তা দিচ্ছে এই অপরাধ থামান এখনই থামান শিশু নারী হত্যা বন্ধ করুন গণহত্যা বন্ধ করুন ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করুন এই উন্মাদনা চলতে পারে না


(গণহত্যা বন্ধ করুন। ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। এই উন্মাদনা চলতে পারে না। গাজা ও পশ্চিম তীরে আমাদের জনগণের সঙ্গে যা ঘটছে, তার জন্য পুরো বিশ্ব দায়ী।’ - মাহমুদ আব্বাস)


গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের সাথে যা ঘটছে, তার জন্য পুরো বিশ্ব দায়ী’  যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজার ২৪ লক্ষ বাসিন্দার বেশিরভাগই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন গাজায় ইসরাইলি অভিযানের অবসানে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্র অতীতে বারংবার ভেটো দিয়েছে এর নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইসরাইলকে আগ্রাসন চালিয়ে যেতে উৎসাহিত করেছে ইসরাইল রাষ্ট্রসংঘে থাকার যোগ্য নয় বিশ্বে ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সহায়তাকারী যুক্তরাষ্ট্র’ 

Leave a comment