Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশ : হামলার ভয়ে সচিবালয় ছেড়েছেন কর্মকর্তারা

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 06 August, 2024, 05:20 PM
বাংলাদেশ : হামলার ভয়ে সচিবালয় ছেড়েছেন কর্মকর্তারা

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হবে এমন গুজব ছড়িয়ে পড়েছে দাবানলের মত। যার জেরে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লিগের নেতা–কর্মী সহ সরকারি দফতরের কর্মীরা পালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে একই ছবি চোখে পড়ে বাংলাদেশের সচিবালয়ে। একে একে অফিস থেকে বেরোতে শুরু করেন সেখানকার উচ্চপদস্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মীরা। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি কর্মচারীরা যেন সচিবালয় থেকে বেরিয়ে যান। এই নির্দেশ পাওয়ার পর একসঙ্গে হুড়োহুড়ি করে বেরোতে দেখা যায় কর্মীদের। আর এক কর্মকর্তা জানান, সচিবালয়ে হামলা হতে পারে, এমন গুজব ছড়িয়ে পড়ার কারণে সকলে চলে যাচ্ছে। কিন্তু এটা গুজব নাকি সত্য, তা জানা যাচ্ছে না।

সচিবালয়ের ভেতরে ও বাইরে ইউনিফর্ম পরা কোনও পুলিশ কর্মীদের দেখা মেলেনি। তার বদলে সেনার দেখা মিলেছে। তাছাড়া সচিবালয়ে অন্যান্য দিন যে উপস্থিতি নজরে পড়ে মঙ্গলবার তা দেখা যায়নি। যে সরকারি কর্মচারীরা আওয়ামী লিগ পন্থী ছিলেন, তারা কেউই আসেননি কর্মস্থলে। মন্ত্রীদের নেমপ্লেট ও অধিকাংশ সচিবদের দেখা মেলেনি এদিন। সচিবালয় থেকে বেরোনোর সময় সকলের মুখেই আতঙ্কের ছাপ ছিল বলে খবর।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

bangladesh bangladesh news

Leave a comment