Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'সামরিক শাসন সমাধান নয়', বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 05 August, 2024, 05:40 PM
'সামরিক শাসন সমাধান নয়', বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লিগ ছাড়া বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে সেখানকার সেনাপ্রধান জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক সেরে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে বাংলাদেশে। কিন্তু এই প্রস্তাবে নারাজ সেদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা। এতদিন যারা কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই ছাত্রনেতারা সোমবার সেনা প্রধানের ঘোষণা শোনার পর বলেন, তারা সামরিক শাসন মানবেন না। একটি বিবৃতিতে তারা জানিয়েছেন, যারা বিপ্লব এনেছে বাংলাদেশে, তারাই সিদ্ধান্ত নেবে, কে দেশ শাসন করবে। আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে সামরিক শাসন কোনও সমাধান নয়। আন্দোলনকারী পড়ুয়া এবং জনসাধারণ, যারা এই বিপ্লব এনেছে এবং জয়ী হয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে দেশের দায়িত্ব কে গ্রহণ করবে। আমরা ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছি এবং ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদকে শিকড় গজাতে দেব না। আমরা যে কোনও ফ্যাসিবাদী ব্যবস্থাকে সমূলে উৎপাটন করতে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব, সামরিক শাসন এই মুহুর্তে কোনও সমাধান নয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে ছাত্র ও জনগণ।

বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়কারীরা এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

আজকের শিরোনাম - এর থেকে আরোও খবর

bangladesh movement

Leave a comment