Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ঢাকার রাস্তায় দেখা নেই ট্রাফিক পুলিশের, লাঠি–বাঁশি নিয়ে দায়িত্বে ছাত্ররা

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 06 August, 2024, 04:51 PM
ঢাকার রাস্তায় দেখা নেই ট্রাফিক পুলিশের, লাঠি–বাঁশি নিয়ে দায়িত্বে ছাত্ররা

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: শেখ হসিনা দেশ ছাড়ার ২৪ ঘন্টা পর ঢাকা ও সংলগ্ন এলাকার রাস্তায় দেখা মিলছে না কোনও ট্রাফিক পুলিশের। রাস্তার যানজট নিয়ন্ত্রণ করছে আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। তারাই হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে সিগন্যাল বুঝিয়ে দিচ্ছে গাড়ির চালকদের। মঙ্গলবার সকাল থেকে এই ছবি চোখে পড়ছে দেশটির রাজধানী ঢাকা ও সংলগ্ন বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ মোড়ে।

একদিকে যেমন সরকারহীন দেশের ফায়দা নিতে অশান্তি ছড়াচ্ছে আন্দোলনকারীদের একাংশ, অন্যদিকে নিজেদের কাঁধে শহরের রাস্তার সুষ্ঠু পরিচালনার ভার তুলে নিচ্ছে ছাত্রদের অনেকেই। ট্রাফিক পুলিশ কবে নিজেদের দায়িত্বে ফিরবে, সেই নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

bangladesh bangladesh student movement bangladesh unrest seikh hasina

Leave a comment