Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নয়া নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হামাসের

ইমামা খাতুন

Published: 04 August, 2024, 08:42 PM
নয়া নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হামাসের

গাজা, ৪ আগস্ট: গাজার শাসকদল তথা ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর সংগঠনটি নেতৃত্ব শূন্যতায় পড়বে, এমনই আলোচনা চলছিল পশ্চিমা বিশ্বে। তবে এই ধারণাকে উড়িয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। ফিলিস্তিনের সামাজিক এবং রাজনৈতিক বিজ্ঞানী আবদাল হাদি আলিজলা বলেছেন, হামাস কখনও নেতৃত্ব শূন্যতায় ভোগে না। আবদাল হাদি মনে করেন, ইসমাইল হানিয়ার হত্যা হামাসকে ‘আরও শক্তিশালী’ করবে। সেইসঙ্গে ‘হামাসের জনপ্রিয়তা বাড়বে’। আবদাল হাদির কথায়, ইসমাইল হানিয়া ছিলেন হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির একজন মধ্যস্থতাকারী। ফিলিস্তিনিদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক নেতা। ‘দ্বিরাষ্ট্র সমাধানে’ হানিয়া ছিলেন একজন বাস্তববাদী মানুষ। হানিয়ার শাহাদাতের পর হামাস যে তাদের স্বাধীনতার আন্দোলন চালিয়ে যেতে চায় তা স্পষ্ট। কারণ ইতিমধ্যেই হামাসের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া হয়েছে। দলটি এক বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া নিহত হওয়ার প্রেক্ষাপটে নতুন নেতা নির্বাচনের জন্য ব্যাপকভিত্তিক পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসমাইল হানিয়া কেবল ফিলিস্তিনি জনগণের নয়, বরং একইসঙ্গে আরব এবং ইসলামি দেশগুলোর জন্যও ক্ষতি।’ হামাস জোর দিয়ে বলেছে, হানিয়াকে হত্যার ফলে প্রতিরোধ আন্দোলনের শক্তিই কেবল বাড়বে। আর মুজাহিদদের পথে চলা অব্যাহত থাকবে, ইসরাইলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনের প্রয়াস আরও তীব্র হবে। হামাস জানায়, ‘আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতিকে আশ্বস্ত করছি যে, আন্দোলনের প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকবে এবং প্রতিরোধের ব্যবস্থা অব্যাহত থাকবে।’ হামাস আরও প্রতিশ্রুতি দেয়, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলেই তা ঘোষণা করা হবে। সম্প্রতি তেহরানে একটি গুপ্ত হামলায় ইসমাইল হানিয়া নিহত হন। এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে বহু মুসলিম দেশ। তবে ইসরাইল এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

Leave a comment