Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে কোরিয়ান ইউটিউবার দাউদ কিম

ইমামা খাতুন

Published: 19 July, 2024, 08:05 PM
বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে  কোরিয়ান ইউটিউবার দাউদ কিম

সিওল, ১৮ জুলাই: বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং জনপ্রিয় ইউটিউবার কিম জায় হান। বিভিন্ন দেশে ঘুরে ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে, ইসলাম গ্রহণ করে তিনি হয়েছেন দাউদ কিম। বাংলাদেশেও বেশ জনপ্রিয় দাউদ কিম। তাই, চলমান কোটা আন্দোলন এবং এতে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন তিনি।  ফেসবুকে জনপ্রিয় ইউটিউবার লেখেন, ‘কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আমি তাদের (শিক্ষার্থীদের) পূর্ণ সমর্থন করি। সহিংসতা দিয়ে সত্যকে কখনও থামানো যায় না। সত্য মরে না। বাংলাদেশের জন্য দোয়া করবেন।’ একইদিনে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ। কিন্তু মিডিয়া এত চুপ কেন? আর পুলিশ এখন কি করছে? এটি লজ্জার, ওরা আপনার ভাই! আপনি যখন নিরীহ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন, তখন আপনি কোন ন্যায়বিচারের কথা বলছেন? যারা সহিংসতার মাধ্যমে স্বাধীনতার লড়াই থামানোর চেষ্টা করছেন, তারা কখনোই তা থামাতে পারবেন না।’ 

Leave a comment