Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৬৫ জনের মধ্যে ৭ ভারতীয়, শোকপ্রকাশ দাহালের

Kibria Ansary

Published: 12 July, 2024, 02:09 PM
নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৬৫ জনের মধ্যে ৭ ভারতীয়, শোকপ্রকাশ দাহালের

কাঠমন্ডু, ১২ জুলাই: নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। মৃতদের মধ্যে রয়েছেন সাত ভারতীয়ও। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। নেপাল প্রশাসন সূত্রে খবর, প্রবল বর্ষণের জেরে একদিকে হড়পা বান, অন্যদিকে ভয়ঙ্কর ভূমিধসে নেপালের ত্রিশূলী নদীতে যাত্রীবোঝা দুটি বাস উলটে যায়। এখনও পর্যন্ত ৬৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে নারায়ণগড়-মুগলিন সড়কের ঘটনা। প্রশাসন জানিয়েছে, দুটি যাত্রীবাহী বাস হড়পা বানে ভেসে ত্রিশূলী নদীতে উলটে যায়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরি নামানো হয়েছে। বেলা দশটা পর্যন্ত ৭ জন ভারতীয় নাগরিকের দেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার সকালে রাজধানী থেকে গৌড় যাচ্ছিল কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্স বাস দুটি। চিতওয়ান জেলার নারায়ণঘাট-মুগলিং রোডের সিমলতাল এলাকায় ভোর সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে বাস দুটি। গণপতি ডিলাক্সে অন্তত ৪১ জন এবং নেপালের রাজধানীতে যাওয়ার পথে অ্যাঞ্জেল বাসে ২৪ জন যাত্রী ছিলেন। গণপতি ডিলাক্স বাসের তিন যাত্রী গাড়ি থেকে থাফ মেরে প্রাণে বেঁচেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কুরিন্তরের নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুলের পুলিশ সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে, বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে নারায়ণঘাট-মুগলিং রোডে যান চলাচলে বন্ধ রয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় বলেন, "নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসে বাস ভেসে যাওয়ার সময় প্রায় পাঁচ ডজন যাত্রী নিখোঁজ হওয়ার খবরে আমি গভীরভাবে দুঃখিত। স্বরাষ্ট্র মন্ত্রক সহ সরকারের সমস্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের উদ্ধার করতে।"

আজকের শিরোনাম - এর থেকে আরোও খবর

Terrible accident in Nepal road collapsed bus fell into river 7 Indians died.

Leave a comment