Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

তরুণরা জেগে উঠেছে, পড়ুয়াদের বিজয় হবেই: হাসিনা সরকারকে তোপ দাগলেন বিএনপি মহাসচিব

Kibria Ansary

Published: 03 August, 2024, 07:42 PM
তরুণরা জেগে উঠেছে, পড়ুয়াদের বিজয় হবেই: হাসিনা সরকারকে তোপ দাগলেন বিএনপি মহাসচিব

ঢাকা, ৩ অগাস্ট: কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন, এখন শিক্ষার্থীদের কোটা বৈষম্যবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে। তাঁর কথায়, শুধু ছাত্ররা নয়, এখন অভিভাবক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী-সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সব পেশার মানুষ, সব ধরনের মানুষেরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে।

দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তাঁর বক্তব্য, তরুণদের জাগ্রত হবার কথা। সেই তরুণরাই এবার জেগে উঠেছে। এজন্যেই আমরা অত্যন্ত আশাবাদী। আশাবাদী এই কারণে যে, তরুণরা যখন জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে জেগে ওঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারও পক্ষে সম্ভব না। এই আন্দোলন তার বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে। আমি বিশ্বাস করি, ইনাআশাল্লাহ জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্র-শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে।

শেখ হাসিনা সরকারকে তোপ দেগে বিএনপি মহাসচিব বলেন, আজকে ভয়াবহ যে দানবীয় ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে, আমাদের সন্তানদেরকে, সেটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করার মতো নয়। শত শত ছাত্রদেরকে তারা হত্যা করেছে। আমরা যখন আবার দেখতে পাই যে, তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় ৫৯ জনকে গণকবর দেওয়া হয়েছে, এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো ছাড়িয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir young people have woke up BNP Secretary General

Leave a comment