Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মহাকাশে হাড়ের ক্ষয়  শুরু হয়েছে সুনীতার, কবে ফিরবেন পৃথিবীতে?

ইমামা খাতুন

Published: 31 July, 2024, 07:51 PM
মহাকাশে হাড়ের ক্ষয়   শুরু হয়েছে সুনীতার,  কবে ফিরবেন পৃথিবীতে?

ক্যালিফোর্নিয়া, ৩১ জুলাই: ৫৪ দিন পেরিয়ে গিয়েছে। এখনও মহাকাশেই আটকে সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। ১০ দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু বোয়িং স্টারলাইনারে ত্রুটি দেখা দেওয়ায় এই দুই মহাকাশচারী আটকে পড়েন মহাকাশে। বোয়িং-এর নতুন স্টারলাইনার ক্যাপসুলে থ্রাস্টার ত্রুটি এবং হিলিয়াম লিকের কারণে তাদের ঘরে ফেরা হয়নি। নাসা জানিয়েছে, গত ৬ জুন থেকে সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই উপস্থিত রয়েছেন। এ নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়লেও নাসা জানিয়েছে, শীঘ্রই ফিরে আসবেন নভশ্চররা। ইতিমধ্যে বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক সমস্যা কাটিয়ে তুলতে ২৭টি থ্রাস্টারে পরীক্ষা চালানো হয়েছে। মহাকাশযানের থ্রাস্টার ত্রুটি ও হিলিয়াম লিক ঠিক করার কাজ চলছে। নাসার তরফে জানানো হয়েছে, ইঞ্জিনিয়াররা বোয়িং ‘ক্যাপসুলের’ সমস্যা সমাধান না করা পর্যন্ত মহাকাশ স্টেশনেই থাকবেন। এদিকে, মহাকাশে দীর্ঘদিন থাকায় নভশ্চরদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগের জন্ম হয়েছে। বিজ্ঞানীরা বলছেন,  নির্ধারিত সময়ের বেশি মহাকাশে থাকার দরুণ সুনীতা ও বুচের হাড়ের ক্ষয় শুরু হয়েছে। বায়ুমণ্ডল এবং চৌম্বকীয় ক্ষেত্রের রক্ষাকবচ থাকায় সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা পান পৃথিবীবাসী। কিন্তু মহাকাশে মাত্রাতিরিক্ত ক্ষতিকর বিকিরণের সংস্পর্শে আসেন নভশ্চররা। এর ফলে, দীর্ঘদিন পর পৃথিবীতে ফিরলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। প্রায়শই জ্ঞান হারান ও তাদের মাথা ঘোরে। মাধ্যাকর্ষণ শক্তিশূন্য জায়গায় দীর্ঘদিন থাকায় হাড়গুলি কার্যক্ষমতা হারায়। দ্রুত পেশির ক্ষয় হয়, বিশেষ করে পা ও পিঠের। মেরুদণ্ড এবং তলপেটের হাড়ও ক্ষয়ে যায়। শরীরে তরলের বন্টন ঘেঁটে যাওয়ায় ইউরিনারি সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। হরমোনের মাত্রায় ওঠাপড়া চোখে পড়ে।

Leave a comment