Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হানিয়া হত্যার দায় যুক্তরাষ্ট্রের, 'আমরা জড়িত নই' ইরানের দাবি উড়িয়ে বললেন মার্কিন বিদেশমন্ত্রী

Kibria Ansary

Published: 31 July, 2024, 09:17 PM
হানিয়া হত্যার দায় যুক্তরাষ্ট্রের, 'আমরা জড়িত নই' ইরানের দাবি উড়িয়ে বললেন মার্কিন বিদেশমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজায় সামরিক আগ্রাসনের পক্ষে ইসরাইলকে প্রকাশ্যে সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে দাবি করল মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক সংবাদমাধ্যমকে মার্কিন বিদেশমন্ত্রী বলেন, ‘হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত নয়। আমরা এর সঙ্গে জড়িতও নই।’ অ্যান্টনি ব্লিঙ্কেনের কথায়, ‘কোনো একটা ঘটনা অন্য একটা ঘটনাকে কিভাবে প্রভাবিত করে, সে সম্পর্কে আগে থেকে কখনোই অনুমান করা যায় না। তাই এবারও হানিয়ার হত্যাকাণ্ড ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে আগে থেকে কিছু বোঝা যাচ্ছে না।’


বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা হয়েছে। তবে হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামাস নেতা হত্যার জন্য ইসরাইলকে দায়ী করছেন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যেহেতু ইসরাইলকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা করছে। এজন্য হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় তাদেরকেই নিতে হবে।

Leave a comment