Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সুপ্রিম কোর্টের রায়ের পরেও অশান্তি অব্যাহত বাংলাদেশে

ইমামা খাতুন

Published: 22 July, 2024, 07:41 PM
সুপ্রিম কোর্টের রায়ের পরেও অশান্তি অব্যাহত বাংলাদেশে

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক:  রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে। সরকারি চাকরিতে ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণ করার নির্দেশ দিয়েছে। তারপরেও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।

 আর এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ  শুরু হয়েছে বাংলাদেশে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ শুরুর পরে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে কারফিউ  জারি করা হয়। রবিবার বিকাল ৩টা পর্যন্ত কারফিউ  চলার পরে তা ২ ঘণ্টার জন্য শিথিল করা হয়। এরপরে বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সেখানে ফের কারফিউ  শুরু হয়। রবিবার দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সংরক্ষণ সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনে, বাংলাদেশে এখনও পর্যন্ত প্রায় ১৫০ বেশি মৃত্যু হয়েছে। এই বিক্ষোভ হিংসার জেরে আটকে পরে ভারতীয়রা। এরপর ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় প্রায় সাড়ে চার হাজার ভারতীয় দেশে ফিরেছেন। এঁদের বেশিরভাগই ছাত্রছাত্রী। 

এছাড়া নেপাল, ভূটান, মালদ্বীপ ও কানাডার প্রায় ৫৪০ নাগরিক ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশ থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। 

Leave a comment