Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ফিলিস্তিন ইস্যুতে এরদোগান এবং সিসির সঙ্গে কথা সউদি যুবরাজের

ইমামা খাতুন

Published: 02 September, 2024, 07:02 PM
ফিলিস্তিন ইস্যুতে এরদোগান এবং সিসির সঙ্গে কথা সউদি যুবরাজের

রিয়াধ, ২ সেপ্টেম্বর: ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে তুর্কি প্রেসিডেন্টে রিসেপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন সউদি আরবের যুবরাজ বিন সালমানরবিবার মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যাও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেনতুরস্কের জনসংযোগ অধিদপ্তর জানায়, সউদি যুবরাজের সঙ্গে ফোনালাপের সময় ফিলিস্তিনে চলমান মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করার ওপর গুরুত্ব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানএ ছাড়া গাজায় ইসরাইলি হামলা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও সউদি যুবরাজকে স্মরণ করিয়ে দিয়েছেন এরদোগানফোনে সউদি যুবরাজ এরদোগানকে বলেন, ‘ফিলিস্তিনে চলমান ইসারইলি আগ্রাসন বন্ধ করতে আরব ও ইসলামি বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চায় সউদি আরব।’ অন্যদিকে আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপের সময় যুবরাজ সালমান বলেন, ‘ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধ করা জরুরি হয়ে পড়েছেইসরাইল সেখানে একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে।’ প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আক্রমণ ও গণহত্যা চালিয়ে যাচ্ছে যায়নবাদী ইসরাইলরবিবারও ইসরাইলি হামলায় গাজায় অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেএ নিয়ে গাজায় নিহতের সংখ্যা হল প্রায় ৪০ হাজার ৭০০নিহতদের মধ্যে ১৭ হাজারই শিশু, যা সেখানকার মোট শিশুর ২ দশমিক ৬ শতাংশএ ছাড়া আহত হয়েছেন ৯৪ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি

 

Leave a comment