Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

পবিত্র কুরআন হাতে শপথ, কাজ শুরু ব্রিটেনের প্রথম মুসলিম লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদের

Kibria Ansary

Published: 27 July, 2024, 09:49 PM
পবিত্র কুরআন হাতে শপথ, কাজ শুরু ব্রিটেনের প্রথম মুসলিম লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদের

লন্ডন, ২৭ জুলাই: পবিত্র কুরআন হাতে শপথ গ্রহণের পর সরকারি অফিসে কাজ শুরু করে দিয়েছেন ব্রিটেনের প্রথম মুসলিম লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদ। গত সপ্তাহে রয়্যাল কোর্ট অব জাস্টিসে এক ঐতিহাসিক অনুষ্ঠানে এমপি শাবানা মাহমুদ ব্রিটেনের প্রথম নারী মুসলিম লর্ড চ্যান্সেলর হিসেবে শপথ নেন। ইভেন্টটিকে ব্রিটিশ ইতিহাসের একটি মাইলফলক হিসাবে চিহ্নিত করা হয়েছে। দেশটির আইন অনুসারে, লর্ড চ্যান্সেলর হলেন বিচার বিভাগের সেক্রেটারি অফ স্টেট এবং একজন মন্ত্রী যিনি ইংল্যান্ড ও ওয়েলসে আদালত এবং আইনি সহায়তার জন্য দায়ীত্বপ্রাপ্ত। শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন ব্রিটেনের প্রথম নারী প্রধান বিচারপতি ডেম সুকার। তিনি বলেন, ‘কুরআনে শপথ নেওয়া প্রথম লর্ড চ্যান্সেলর, প্রথম মহিলা লর্ড চ্যান্সেলর এবং প্রথমবার একজন মহিলা প্রধান বিচারপতি লর্ড চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন। এই মাইলফলকগুলো আমাদের সংবিধানের চলমান উন্নয়নের প্রতিনিধিত্ব করে।’

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

work of the first Muslim Lord Chancellor of Britain began with an oath in the hands of the Quran

Leave a comment