Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

দুই বন্ধুর ফোনালাপ: এরদোগানের আমন্ত্রণে তুরস্কে যাবেন ইউনূস

ইমামা খাতুন

Published: 28 August, 2024, 08:41 PM
দুই বন্ধুর ফোনালাপ: এরদোগানের আমন্ত্রণে   তুরস্কে যাবেন ইউনূস

  

 তুরস্কে যাবেন ইউনূসআঙ্কারা, ২৮ আগস্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রথমবারের মতো টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানমঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন এরদোগান। ফোনালাপে বাংলাদেশে চলমান বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এরদোগান। সেই সঙ্গে মানবিক সহায়তা দিয়ে বন্যা কবলিতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিপরীতে প্রধান উপদেষ্টা তাঁর দীর্ঘদিনের বন্ধু এরদোগানকে শুকরিয়া জানিয়েছেন। প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্টকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ইউনূস বলেছেন, তুরস্ক একটি শক্তিশালী রাষ্ট্র। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, বাংলাদেশকে সহায়তা করতে শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পাঠানো হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন এরদোগান। ড. ইউনূস এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরে যাবেন বলেও জানিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউনূস। এই প্রস্তাবও গ্রহণ করেছেন এরদোগান। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে চলতি মাসের শুরুর দিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. ইউনূস। এই দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্র ও সরকারপ্রধান তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং এখনও জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার অভিনন্দন জানালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এর আগে ইউনূসেকে অভিনন্দন জানিয়েছিলেন তুর্কি ফার্স্টলেডি আমিনা এরদোগান।

Leave a comment