Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নাইজেরিয়ায় বন্যায় নিহত অন্তত ১৭০, বাস্তুচ্যুত ২ লক্ষাধিক

ইমামা খাতুন

Published: 28 August, 2024, 08:40 PM
নাইজেরিয়ায় বন্যায়  নিহত অন্তত ১৭০,  বাস্তুচ্যুত ২ লক্ষাধিক

আবুজা, ২৮ আগস্ট: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৭০ জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে দুই সপ্তাহ ধরে চলা বন্যায় আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার মানুষ। এছাড়া ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ২ লক্ষাধিক মানুষ। এই তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে সবেচয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষের দেওয়া পূর্বাভাসে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভেসে গেছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর আগে নাইজেরিয়া এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় ২০২২ সালে। ওই সময় দেশটিতে বন্যায় ৬০০ মানুষের প্রাণহানি হয়েছিল। বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় ১৪ লক্ষ মানুষ। এছাড়া বন্যায় ৪ লক্ষ ৪০ হাজার হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল।



Leave a comment