Sun, September 8, 2024

ই-পেপার দেখুন

ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

Kibria Ansary

Published: 26 July, 2024, 09:45 PM
ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৬ জুলাই: ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুংকার দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ইরান যদি ট্রাম্পকে হত্যার চেষ্টা করে, তবে এমনটি ঘটলে আমি আশা করব, আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। যদি তা না হয়, তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে।"

বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের কথিত চক্রান্তের তথ্য তুলে ধরার পর ট্রাম্প এই মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্পকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর তার নিরাপত্তা বাড়ানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পারে। এরপর ট্রাম্পেরে নিরাপত্তা বাড়ানো হয়। তবে সম্প্রতি পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার সঙ্গে তেহরান জড়িত নয়। প্রসঙ্গত, প্রেসিডেন্ট থাকাকালে ইরানের বিরুদ্ধে নানা হুমকি-ধমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার পুরোনো মেজাজেই হুমকি দিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Donald Trump threatened to wipe Iran world map

Leave a comment