Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

গাজায় ফের গণহত্যা ইসরাইলের, ২১০ ফিলিস্তিনি নিহত, আহত বহু

News Desk

Published: 09 June, 2024, 07:24 PM
গাজায় ফের গণহত্যা ইসরাইলের,  ২১০ ফিলিস্তিনি নিহত, আহত বহু
গাজা, ৯ জুন: আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ ও বিশ্বনেতাদের সতর্কতা উপেক্ষা করে গাজায় আরও এক বর্বর গণহত্যা চালাল ইসরাইল। মধ্য গাজার কয়েকটি শরণার্থী শিবিরে আকাশ, স্থল ও সমুদ্রপথে হামলা চালিয়ে ২১০ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে যায়নবাদী সেনা। ইসরাইল বলেছেন, এই অভিযান চালিয়ে তারা ৪ জিম্মিকে উদ্ধার করতে পেরেছে। তবে ৪ জিম্মির বিনিময়ে ইসরাইল ২১০ জন ফিলিস্তিনিকে নৃশংস ভাবে খুন করেছে। ইসারইলের চালানো এই হামলার নিন্দা ও সমালোচনা চলছে সারা বিশ্বে। হামাসের কাছে জিম্মি থাকা ইসরাইলিদের উদ্ধার করতে গিয়ে শনিবার গাজা এলাকার দু’টি পৃথক জায়গায় হামলা চালায় ইহুদি বাহিনী। গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও মধ্য গাজার আল-বালাহ এলাকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণ করে ইসরাইল। এ ছাড়া দক্ষিণের রাফা শহর এবং উত্তরের গাজা সিটির একাধিক এলাকাতেও হামলা চালায় দখলদাররা। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহতদের আল-আকসা মারটার্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‘চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন’ উল্লেখ করে গাজার স্বাস্থ্যমন্ত্রক বলেছে, ইসরাইলি অবরোধের কারণে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই। আল-আকসা হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই, খাবার নেই, এমনকি জ্বালানির অভাবে জেনারেটর পর্যন্ত বন্ধ রয়েছে।

Leave a comment