Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

বন্দিদের খাবার-ওষুধ দেয় না ইসরাইল, মুক্তির পর বললেন আল-শিফার পরিচালক আবু

ইমামা খাতুন

Published: 02 July, 2024, 07:32 PM
বন্দিদের খাবার-ওষুধ দেয় না  ইসরাইল, মুক্তির পর বললেন  আল-শিফার পরিচালক আবু

 

 

গাজা, ২ জুলাই:  ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্মম নির্যাতন চালানো হয় বলে দাবি করেছেন সদ্য মুক্তি পাওয়া গাজার আলশিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া সোমবার সালমিয়াসহ আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি ইসরাইলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে গাজায় ফেরেন আহতদের চিকিৎসার স্বার্থে তাঁদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ গাজায় ফিরে খান ইউনুস শহরের নাসের হাসপাতাল প্রাঙ্গণে বক্তব্য দেন আবু সালমিয়া তিনি বলেন, ‘আটক শিবিরে বেশ কয়েকজন বন্দির মৃত্যু হয়েছে বন্দিদের খাবার ওষুধ দেওয়া হতো নানির্যাতনে আবু সালমিয়ার একটি বুড়ো আঙুল ভেঙেছে যা এখনও সেরে ওঠেনি তিনি বলেন, দুই মাস ধরে বন্দিদের সারা দিনে শুধু এক টুকরা করে রুটি দেওয়া হতো, বন্দিদের শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করা হতো ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিন বেত জানায়, আটক কেন্দ্রগুলোর জায়গা খালি করার উদ্দেশে এই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় উল্লেখ্য, গত অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস হামলা চালানোর পর থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে যায়নবাদী সেনাবাহিনী সময় আল-শিফা হাসপাতালে বড় ধরনের হামলা চালানো হয় নভেম্বরে হাসপাতাল থেকেই আবু সালমিয়াকে ধরে নিয়ে যায় ইসরাইলগাজা থেকে আবু সালমিয়াসহ শীর্ষ অনেক চিকিৎসক ইসরাইলি বাহিনীর হাতে বন্দি হয়েছেন দ্য গাজা ইউরোপিয়ান হাসপাতালকৃর্তপক্ষ জানায়, আজ যাঁরা মুক্তি পেয়েছেন, তাঁদের মধ্যে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান বাসাম মিকদাদও রয়েছেন

 

 

 

 

 

Leave a comment