Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

৬০ কুকুরকে ধর্ষণ-হত্যা, ২৪৯ বছরের কারাদণ্ড!

ইমামা খাতুন

Published: 15 July, 2024, 08:31 PM
৬০ কুকুরকে ধর্ষণ-হত্যা, ২৪৯ বছরের কারাদণ্ড!

লন্ডন, ১৫ জুলাই: ৬০টিরও বেশি কুকুরকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ব্রিটিশ প্রাণিবিজ্ঞানী অ্যাডাম ব্রিটনকে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত। এই অভিযোগে ২৪৯ বছরের জেলের সাজা হয়েছে তার। তবে সাজার রায় চূড়ান্তভাবে ঘোষণার আগে আদালতের কাছে আগামী বৃহস্পতিবার অ্যাডামের পক্ষে শেষ প্রতিবেদন প্রকাশের সময় চেয়েছেন আইনজীবীরা। গত বছরের সেপ্টেম্বরে নৃশংস ঘটনাটি প্রকাশ্যে আসে। সে সময় কুমির বিশেষজ্ঞ অ্যাডাম ব্রিটনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, অসংখ্য কুকুরকে ধর্ষণ করে খুন করেছেন তিনি। আদালতে শুনানির সময় সরকারি কৌঁসুলি দাবি করেন, বিকৃত যৌনতায় আসক্ত ছিলেন অ্যাডাম। প্রাণীবিদ বলেই পরিচিতরা তাঁর কাছে নিশ্চিন্তে পোষ্য কুকুরকে রেখে বেড়াতে যেতেন। সেই সুযোগকে কাজে লাগাতেন অ্যাডাম। কুকুরগুলোকে তিনি ধর্ষণ করতেন ও হত্যা করতেন। দাবি করা হচ্ছে, কুকুরদের ওপর অত্যাচার চালানোর জন্য একটি বড়সড় শিপিং কন্টেইনারকে ব্যবহার করতেন অ্যাডাম। তিনি নিজেই এর নাম দিয়েছিলেন ‘যন্ত্রণা ঘর’।আদালতে কুকুরদের ওপর নির্যাতনের ভিডিয়ো দেখানো হয়েছে। তবে ভিডিয়ো দেখার আগে আদালতকক্ষ থেকে সবাইকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। জানা গেছে, ৬০ টির বেশি কুকুরকে হত্যার ঘটনায় ব্রিটনের বিরুদ্ধে ষাটেরও বেশি মামলা হয়। নিজের অপরাধ স্বীকারও করেছেন ওই প্রাণিবিজ্ঞানী। অ্যাডামের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে বলে দাবি করেছেন আইনজীবীরা। অর্থাৎ সুস্থ মস্তিষ্কে তিনি ওই কাজ করেননি। 

Leave a comment