Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সব মুসলিমকে নবী সা.র আদর্শ মেনে চলতে হবে: আনসারুল্লাহ

ইমামা খাতুন

Published: 08 September, 2024, 04:21 PM
সব মুসলিমকে নবী সা.র আদর্শ  মেনে চলতে হবে: আনসারুল্লাহ

সানা, ৭ সেপ্টেম্বর:  মুসলিম উম্মাহকে নবী মুহম্মদ সা.র আদর্শকে মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ইয়েমেনের ইসলামি প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর নেতা আবদুল মালিক আল-হুথিআল-হুথি বলেছেন, ‘যায়নবাদী ইসরাইল যখন ভয়াবহ বর্বরতার মাধ্যমে ফিলিস্তিনের নির্দোষ জনগণকে হত্যা করছে ও গাজায় পবিত্র আল-কুরআনকে অবমাননা করছে, তখন আরব শাসকরা অলস ও নির্বিকার বসে আছে।’ ইয়েমেনের রাজধানী সানা থেকে দেওয়া ভাষণে আল-হুথি বলেন, ‘আরব দেশগুলো এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান না নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অপরাধ, মসজিদে অগ্নিসংযোগ ও পবিত্র কুরআন অবমাননার ঘটনা দেখছেতিনি মুসলিমদের জন্য জিহাদি চেতনার গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করলে মুসলমানরা তাঁদের মর্যাদা এবং স্বাধীনতা হারাবে।’ আনসারুল্লাহ নেতা বলেন, ‘কিছু আরব দেশ ও সরকার যায়নবাদী শত্রুকে শান্ত করার চেষ্টা করে এবং তাদের ছাড় দিয়ে চলেকিন্তু এই আরব শাসকরা শত্রুদের জন্য যতই উপকারী হোক না কেন, প্রয়োজন ফুরিয়ে গেলে ইসরাইল তাদের ছুড়ে ফেলবে’  আল-হুথির কথায়, ‘জিহাদের ধারণাকে পুনরুজ্জীবিত করতে হবে এবং যায়নবাদীদের নির্মূল করার সবচেয়ে বাস্তব উপায় এই জিহাদের মধ্যেই নিহিত রয়েছেশত্রুর পতন নিশ্চিত ও অনিবার্য এবং এ নিয়ে অন্য যেকোনও হিসাব-নিকাশ ব্যর্থ হবেতিনি আরও যোগ করেন, আরব দেশগুলির বড় সেনাবাহিনীও এই আক্রমণগুলিকে ততটা প্রতিহত করতে পারেনি যতটা ফিলিস্তিনি যোদ্ধারা করেছে। ইসরাইলের বিরুদ্ধে আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা জারি রয়েছে বলে জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের নেতা।

 

 

 

 

Leave a comment