Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

গাছেরা নিজের মধ্যে কথা বলে, পাঠায় বিপদের সংকেতও

Puber Kalom

Puber Kalom

Published: 31 May, 2024, 07:53 PM
গাছেরা নিজের মধ্যে কথা বলে, পাঠায় বিপদের সংকেতও

বিশেষ প্রতিবেদন: গাছেদের প্রাণ আছে, এই আবিষ্কার করেছিলেন ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। এবার গবেষণায় উঠে এল আরও আশ্চর্য তথ্য। 'গাছেরা নিজেদের মধ্যে কথা বলে' জানালেন জাপানের একদল গবেষক। জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রথম পর্যবেক্ষণ করেছেন গাছেরা নিজেদের মধ্য কথা বলে। গবেষক দলের অন্যতম সদস্যদের মধ্যে রয়েছেন পিএইচডি শিক্ষার্থী ইউরি আরতানি এবং পোস্টডক্টরাল গবেষক তাকুয়া উয়েমুরা। এই প্রতিবেদন নেচার কমিউনিকেশনে প্রকাশ পেয়েছে। গবেষক জানাচ্ছেন কখন, কোথায় ও কীভাবে গাছপালা ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদের কাছ থেকে বায়ুবাহিত সতর্কবার্তাপায় এবং তাতে সাড়া দেয়, তার জটিল প্রক্রিয়া উন্মোচন করেছে এই গবেষণা। গবেষণা যত এগিয়েছে, ততই আশ্চর্য হয়ে গেছেন বিজ্ঞানীরা। গাছেরা কীটপতঙ্গের হাত থেকে বাঁচতে সংকেত প্রেরণ করে পাশে থাকা উদ্ভিদদের সতর্ক করে, তেমনি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমেও নিজেদের মধ্যে যোগাযোগ করে। অনেকটা মানবদেহের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সঙ্গে সাদৃশ্য রয়েছে।

সায়েন্স অ্যালার্টজানিয়েছে, বাতাসে ভাসমান যৌগগুলি উদ্ভিদকে সূক্ষ্ম কুয়াশার মতো ঘিরে থাকে। এই যৌগগুলিই যোগাযোগ রক্ষার কাজে সাহায্য করে। এই যৌগগুলি গন্ধের মতো এবং কাছে থাকা গাছপালাকে তারা সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দেয়। উদ্ভিদ জগৎ কীভাবে এই এরিয়াল অ্যালার্মগ্রহণ করে এবং তাতে প্রতিক্রিয়া জানায়, সেই সংক্রান্ত ভিডিওটি প্রকাশ করেছেন জাপানী বিজ্ঞানীরা। গাছের যোগাযোগ বিষয়ে ১৯৮৩ সালের একটি গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন গবেষণাটি করা হয়েছে।

Leave a comment