Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

অবশেষে মঙ্গলে তরল পানির সন্ধান মিলল!

ইমামা খাতুন

Published: 13 August, 2024, 06:38 PM
অবশেষে মঙ্গলে তরল  পানির সন্ধান মিলল!

ক্যালিফোর্নিয়া, ১৩ আগস্ট: মঙ্গলগ্রহে পাথরের নিচে তরল পানির আধার পাওয়ার দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। এ অনুসন্ধানটি এক প্রতিবেদনে প্রকাশ করেছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স’ (পিএনএএস)। ২০১৮ সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠে ইনসাইট ল্যান্ডার অবতরণ করান।

এ ল্যান্ডারের সিসমোমিটারের সাহায্যে মঙ্গলগ্রহের ভূকম্পন রেকর্ড করা হয়। এ কম্পনের মধ্য দিয়ে গত ৪ বছরে মঙ্গল গ্রহের গতি এবং অভ্যন্তরে তরল পানির অস্তিত্ব রয়েছে কিনা তা জানা যায়। ইনসাইট ল্যান্ডারের সাহায্যে এই প্রথম মঙ্গলগ্রহের পাথুরে ভূপৃষ্ঠের বাইরের ভূত্বকের গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে বলে জানা গেছে।

যদিও এর আগেই মঙ্গল গ্রহের মেরু অঞ্চলে এবং বায়ুমণ্ডলে পানির অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। তবে তা তরল অবস্থায় না। বরং তা বরফ এবং বাষ্পাকারে রয়েছে। আর তরল পানি ছাড়া কোনও স্থানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না। মঙ্গলে ভূকম্পনের সিগন্যাল থেকে জানা যায়, লালগ্রহের ভূপৃষ্ঠের গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে।

এদিকে, মঙ্গলগ্রহকে বাসযোগ্য করে তুলতে এর বায়ুমণ্ডলে কৃত্রিম উপায়ে তৈরি ধূলিকণা ছিটানোর লক্ষ্য নিয়েছেন বিজ্ঞানীরা। এ যুগান্তকারী আইডিয়া দিয়ে গ্রহটিকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলার পাশাপাশি এতে মানুষের আবাসস্থল তৈরির সম্ভাবনাও জেগেছে। এ মুহূর্তে মঙ্গলের পৃষ্ঠ বাসযোগ্য নয়।

গ্রহটির আবহাওয়া খুব ঠান্ডা ও নিয়মিতই এতে মারাত্মক অতিবেগুনি রশ্মির বিস্ফোরণ ঘটে। এ ছাড়া এর মাটি লবণাক্ত, বাতাসের ঘনত্ব কম এমনকি এখনও পর্যন্ত সেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণও খুঁজে পাওয়া যায়নি।

Leave a comment