Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বাজারে আসল নতুন এআই ডিভাইস, সাড়া পড়ল ডিজিটাল দুনিয়ায়

Puber Kalom

Puber Kalom

Published: 07 June, 2024, 02:21 PM
বাজারে আসল নতুন এআই ডিভাইস, সাড়া পড়ল ডিজিটাল দুনিয়ায়

পুবের কলম, ওয়েবডেস্ক: আকর্ষণীয় নতুন ডিভাইস ‘সিইএস-২০২৪’ উন্মোচন করল এআই স্টার্টআপ র‍্যাবিট। এটি উন্মোচন করার পরই সাড়া পড়েছে ডিজিটাল দুনিয়ায়। ডিভাইসটি লঞ্চের মাত্র একদিনেই ১০ হাজারেরও বেশি ইউনিট বিক্রি করে ফেলেছে প্রতিষ্ঠানটি।

 

 

 

 

 

কী এই ডিভাইস?

 

এআই সংস্থার ডিভাইসটি দেখতে অনেকটা গেম বয় এর মতো। এতে একটি টাচস্ক্রিন রয়েছে এবং এটি ওয়াকি-টকির মতো কাজ করে। এতে ক্যামেরাও রয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাবিটের সিইও স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে ডিভাইসটিকে স্মার্টফোন হিসেবে তফরির সম্ভাবনা রয়েছে। মূলত, ডিভাইসটি মোবাইল অ্যাপ্লিকেশনের মতোই কাজ করবে। তবে এটিকে কাজ করার জন্য স্মার্টফোনের প্রয়োজন পড়বে না। র‍্যাবিটের অপারেটিং সিস্টেমটি ব্যবহারকারীকে বার্তা প্রেরণ, কল করা এবং স্পটিফাই এবং উবারের মতো পরিষেবাগুলি প্রদান করবে। জটিল সমস্যার সমাধানে নির্দেশাবলীও পরিচালনা করতে পারবে। প্রাথমিকভাবে এটির দাম রাখা হয়েছে $199 ডলার। ভারতীয় অর্থে সাড়ে ১৬ হাজার টাকা। তবে ভারতীয়দের জন্য কবে থেকে এই ডিভাইস ব্যবহারের সুযোগ মিলবে তা এখনও জানা যায়নি।

Leave a comment