Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে রণক্ষেত্র কুলতলি, পুলিশকে লক্ষ্য করে চলল গুলি

Bipasha Chakraborty

Published: 15 July, 2024, 08:21 PM
অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে রণক্ষেত্র কুলতলি,  পুলিশকে লক্ষ্য করে  চলল গুলি

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: নকল সোনা প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বাঁধলো বিপত্তি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে চললো গুলি। তবে হতাহতের কোনও খবর নেই। এই ঘটনায়  ২ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, কুলতলি থানার  জালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসা রমরমা কারবার বহু দিন ধরে চলে আসছে।সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে। তা রুখতে প্রায়শয়ই এলাকায় হানা দেয় পুলিশ। সোমবার সকালেও এক অভিযুক্তকে ধরতে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। এলাকায় পা রাখামাত্রই প্রবল বাধার মুখে পড়েন পুলিশকর্মীরা।অভিযুক্তের পরিবারের লোকজনই মূলত বিক্ষোভ দেখাতে শুরু করে বলেই জানা যায়।

পুলিশের দাবি, তাঁদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়।যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে,এক রাউন্ড নয়, কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে এলাকায়। তবে কপালজোরে প্রত্যেক পুলিশকর্মীই বেঁচে যান।তবে হতাহতের কোনও খবর নেই।আর এই ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা। তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এলাকারই দুই মহিলাকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ওই মহিলাদের জেরা করে অভিযুক্তদের সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। যাতে আর নতুন করে কোনও অশান্তি না হয় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Leave a comment