Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

গাজার মানবিক এলাকায় হামলা ইসরাইলের, ৭১ ফিলিস্তিনি নিহত

Kibria Ansary

Published: 13 July, 2024, 10:45 PM
গাজার মানবিক এলাকায় হামলা ইসরাইলের, ৭১ ফিলিস্তিনি নিহত

গাজা, ১৩ জুলাই: গাজায় খান ইউনিসের আল-মাওয়াসি শহরের একটি মানবিক এলাকায় হামলা চালাল ইসরাইল। এই হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮৯ জনের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। হামাস এক বিবৃতিতে জানায়, যে জায়গাটিতে ইসরাইল হামলা চালিয়েছে আল-মাওয়াসির সেই এলাকাকে ইসরাইল ‘মানবিক জোন’ হিসেবে ঘোষণা করেছিল। ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল।

এদিকে এক ইসরাইলি আধিকারিকের দাবি, তারা হামাসের সামরিক শাখার প্রধান মুহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তাদের হামলাটি একটি উন্মুক্ত এলাকায় চালানো হয়েছে যেখানে শুধু হামাস সন্ত্রাসীরাই ছিল, কোনো বেসামরিক ফিলিস্তিনি ছিল না। খান ইউনিসের হামাস কমান্ডার রাফা সালামাও হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে হামাস এই দাবি নাকচ করেছে। তারা জানিয়েছে, এর আগেও ইসরাইল শুধু ফিলিস্তিনি নেতাদের লক্ষ্যবস্তু করার দাবি করেছে যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এখন পর্যন্ত হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আজকের শিরোনাম - এর থেকে আরোও খবর

Israeli attack on humanitarian area in Gaza 71 Palestinians killed

Leave a comment