Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

উপনির্বাচনে চারটি আসনেই হারল বিজেপি, জয় জয়কার তৃণমূলের

Bipasha Chakraborty

Published: 13 July, 2024, 03:40 PM
উপনির্বাচনে চারটি আসনেই হারল বিজেপি, জয় জয়কার তৃণমূলের

পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রথম থেকেই চিত্রটা স্পষ্ট হচ্ছিল। পরে সময় যত এগিয়েছে, ততই তৃণমূল জয়ের দিকে এগিয়ে গেছে। লোকসভা নির্বাচনের পরে উপ নির্বাচনেও মমতা ম্যাজিক কাজ করল, জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। আজ পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র - রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলায় উপ-নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হল। এই চার আসনেই অনায়াসেই আসন ছিনিয়ে নিল তৃণমূল।

 

রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী ৮৬ হাজার ৪৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেনরানাঘাট থেকে জয়লাভ করেছেন মুকুটমণি অধিকারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ বিশ্বাস পেয়েছেন ৭৪ হাজার ৪৮৫ ভোট। সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস পেয়েছেন ১৩ হাজার ৮২ ভোট।  অপরদিকে মতুয়া গড়েও ঘাসফুল ফোটাল তৃণমূল। ২৫ বছর বয়সী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৭০৬ ভোট। বিজেপি প্রার্থী হিনয় বিশ্বাস ৭৪ হাজার ২৫১ ভোট পেয়েছেন। ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস ৮ হাজার ১৮৯ ভোট পেয়েছেন উপনির্বাচনে। অপরদিকে মানিকতলায় বিপুল ভোটে জয়ী হলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। সুপ্তির প্রাপ্ত ভোট ৬২ হাজার ৩১২। বিজেপি-র কল্যাণ চৌবে ১৫ হাজার ১৭৯ এবং সিপিএম-এর রাজীব মুজমদার ৭ হাজার ১০১ ভোট পেয়েছেন।

 

Leave a comment