Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

আইন লঙ্ঘন: সউদিতে গ্রেফতার ১৭ হাজার

Puber Kalom

Puber Kalom

Published: 28 May, 2024, 03:05 PM
আইন লঙ্ঘন: সউদিতে  গ্রেফতার ১৭ হাজার
রিয়াধ, ২৭ মে: বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে সউদি আরবে এক সপ্তাহে ১৭ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬৬২ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে ৪ হাজার ১৪৭ জনকে ও শ্রম আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে ২ হাজার ২২১ জনকে। আরও ১ হাজার ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে সউদি অবৈধভাবে প্রবেশের সময়, যারা অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। তাছাড়া অবৈধভাবে সউদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় ৬৫ জনকে। এরই পাশাপাশি বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনকে। ১৩ হাজার ৬৪৬ জনকে গ্রেফতারের পর প্রত্যাবাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সউদি স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, সীমান্ত আইন ভঙ্গকারীদের যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অপরাধীদের ১৭ বছরের জেল ও ১০ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে অপরাধীদের সম্পত্তিও।

Leave a comment