Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নবান্ন থেকে ইমেল করে আলোচনায় বসার আহ্বান, এলেন না আন্দোলনকারি চিকিৎসকেরা

Bipasha Chakraborty

Published: 10 September, 2024, 08:13 PM
নবান্ন থেকে ইমেল করে আলোচনায় বসার আহ্বান,  এলেন না আন্দোলনকারি চিকিৎসকেরা

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। গতকাল সুপ্রিম কোর্ট আজ বিকেল ৫ টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। কিন্তু তার পরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন চিকিৎসকেরা। আজও চলছে তাদের কর্মবিরতি।  

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন থেকে ইমেল করে আলোচনায় বসার আহ্বান জানান। কিন্তু ইমেলে উত্তর দিলেন না আন্দোলনকারি চিকিৎসকেরা। ১০ জনের একটি চিকিৎসকের প্রতিনিধি দলকে নবান্নে আসার কথা বলা হয়েছিল। কিন্তু তাদের তরফ থেকে কোনও সদর্থক বার্তা পাওয়া যায়নি।


এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী আন্দোলনকারি চিকিৎসকদের জন্য অপেক্ষা করেছিলেন সন্ধ্যা ৭ টা পর্যন্ত। কিন্তু তার পরেও কেউ জুনিয়র চিকিৎসকরা কেউ নবান্নে আসেননি।

 

Leave a comment