Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মাদ্রাসার ফাজিলেও এবার সেমিস্টারে পরীক্ষা

Bipasha Chakraborty

Published: 19 August, 2024, 08:49 PM
মাদ্রাসার ফাজিলেও এবার সেমিস্টারে পরীক্ষা


পুবের কলম প্রতিবেদক: উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। মাদ্রাসাগুলি  উচ্চ মাধ্যমিকেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার ফাজিল বিষয়েও সেমিস্টার  পদ্ধতি চালু হবে বলে জানিয়েছে দিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ  এর অধীন রাজ্যের বিদ্যালয়গুলিতে এ বছর থেকেই শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে একাদশ  শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন। পরের শিক্ষা বর্ষে যারা দ্বাদশ শ্রেণিতে উঠবে তাদেরও সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন হবে। 

এ রাজ্যের মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত হাই মাদ্রাসাগুলির দশম মানের মাধ্যমিক সমতুল পরীক্ষা এবং সিনিয়র মাদ্রাসাগুলির আলিম পরীক্ষা পরিচালিত হয় পশ্চিম বঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে। কিন্তু  উচ্চ মাধ্যমিক মাদ্রাসাগুলির একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে শুরু করে পরীক্ষা পরিচালিত হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর অধীনে। উচ্চ মাধ্যমিক এর সমতুল ফাজিল মাদ্রাসাগুলির একাদশ-দ্বাদশ শ্রেণির সিলেবাস ও পরীক্ষা পরিচালিত হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর সেমিস্টার পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের প্রায় শতাধিক ফাজিল মাদ্রাসার প্রথম ও দ্বিতীয় বর্ষ জুড়ে চারটি সেমিস্টার পদ্ধতির মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

এ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ড একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করত। কিন্তু এই বছর থেকে একাদশ এর সেমিস্টার পরীক্ষার জন্য প্রশ্নপত্র থেকে শুরু করে প্রোজেক্ট ও প্র্যাক্টিকাল পরীক্ষার যাবতীয় ব্যবস্থা ফাজিল মাদ্রাসাগুলিকেই করার প্রস্তুতি নিতে বলেছে পর্ষদ। সেপ্টেম্বর মাসে এমসিকিউ  ধরনের প্রশ্নে এবং ওএমআর শীট-এর মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক বলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর এই উদ্যোগকে স্বাগত জানান। তবে যেসব মাদ্রাসায় সব বিষয় ( অল সাবজেক্ট) এর শিক্ষক নেই।  তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে । তাই ফাজিল মাদ্রাসাগুলির কমপ্লেক্স গঠন এর অনুমতি থাকলে প্রশ্নপত্র তৈরি করা সুবিধা হয় এবং খরচও তুলনামূলক কম হয়।

Leave a comment